১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জীবনসঙ্গীর ব্যক্তিত্ব প্রভাব ফেলতে পারে আপনার কর্মজীবনেও

কর্মক্ষেত্রে সাফল্য পেতে চান সকলেই । কিন্তু এই সাফল্য পাওয়া মোটেই সহজ নয় । বিবাহিতদের ক্ষেত্রে ব্যাপারটা বেশ কিছুটা হলেও অন্য রকম । তাঁদের একজনের সাফল্য নির্ভর করে অন্যজনের ব্যক্তিত্বের উপর । দৈনন্দিন জীবনে তাঁদের একজনের আচরণ অন্যকে প্রভাবিত করে ।

উভয়ের ব্যক্তিত্বই নির্ভর করে কর্মক্ষেত্রে কে কেমন সাফল্য পাবেন তার উপর। স্বামী-স্ত্রী কেউই এককভাবে নিজের ব্যক্তিত্বের উপর নির্ভর করে সাফল্য লাভ করতে পারেন না । বেশি দূর এগিয়ে যেতে পারেন না । এমনই তথ্য প্রকাশিত হয়েছে আমেরিকার একটি সমীক্ষায় । সমীক্ষায় দেখা গেছে, স্বামী-স্ত্রীর ব্যক্তিত্ব তাঁদের পেশাদার জীবনের সাফল্যের চাবিকাঠি । উভয়ের মধ্যে বোঝাপড়া যত ভালো হবে, সাফল্যও ততটাই ভালো হবে ।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সেন্ট লুইসের গবেষক জসুয়া জ্যাকসন জানিয়েছেন, ১৯ থেকে ৮৫ বছর বয়সি দম্পতিদের মধ্যে সমীক্ষা চালিয়েছিলেন তাঁরা । দেখেছন, স্বামী বা স্ত্রী এককভাবে কখনওই কর্মজীবনে সাফল্য পেতে পারেন না । উভয়ের ব্যক্তিত্ব এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই সব দম্পতিদের মধ্য ৭৫ শতাংশই চাকরি করেন । দেখা গেছে, স্বামী বা স্ত্রীর দৈনন্দিন জীবনের উপর তাঁদের ব্যক্তিত্বের প্রভাব পড়ে । আর এটাই সামগ্রিকভাবে নানা কাজে ছাপ ফেলতে থাকে । এমনকী, সাফল্যের মাপকাঠি হয়ে দেখা দেয় । সমীক্ষায় অংশগ্রহণকারীদের উপর নানা রকম পরীক্ষা করা হয়েছিল । তাঁদের উদারতা, নৈতিকতা, বিবেকবোধ, বিনয়, মানিয়ে নেওয়ার ক্ষমতা, মুদ্রাদোষের উপর নজর দেওয়া হয়েছিল । পাশাপাশি চাকরির জায়গায় তাঁদের দক্ষতা, বিভিন্ন বিষয়ে সাফল্য , প্রোমোশন, চাকরি নিয়ে সন্তোষবোধ, বেতন বৃদ্ধির দিকগুলোও খতিয়ে দেখা হয়েছিল । দৈনন্দিন জীবনে দম্পতিরা একজন অন্যজনকে কতটা সাহায্য করেন, কতটা একে অন্যের পাশে দাঁড়ান, সমস্যার সমাধান করেন – সবই যাচাই করা হয়েছিল । রেজ়াল্টে জানা গেছে, স্বামী-স্ত্রীর সম্পর্ক এবং ব্যক্তিত্বই তাঁদের নিজ নিজ কর্মজীবনে প্রভাব ফেলে । সাফল্য এনে দেয়, নতুবা সাফল্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ