৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জিয়া নেই তবে ওর স্মৃতি আছে

‘জিয়া নেই তবে ওর স্মৃতি আছে। যতদিন আমি থাকব ততদিন আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকবে জিয়ার নাম’। জিয়া খানের আত্মহত্যার দুবছর পর প্রথমবার মুখ খুললেন সূরজ পাঞ্চোলি। জানালেন, ‘এখনও প্রতি মুহূর্তে মিস করি জিয়াকে। যখনই কোনও মানুষকে ভালোলাগে,  তখনই মন পড়ে যায় জিয়ার কথা ।

মেয়ের আত্মহত্যার জন্য সূরজকেই দায়ী করেছিলেন জিয়ার মা রাবিয়া। তাঁর অভিযোগের ভিত্তিতে সূরজকে গ্রেফতারও করে পুলিশ।বরের শীর্ষে উঠে এসেছিল এই তরুণের নাম। যদিও প্রমাণের অভাবে পরে মুক্তি পান এই অভিনেতা

ফেসবুকে আলাপ হয়েছিল সূরজ-জিয়ার। বয়সে সূরযের থেকে ৫ বছরের বড় ছিল জিয়া। এই বন্ধুত্বই পরবর্তীতে প্রেম অবধি গড়ায়। ২০১৩ সালের জুন মাসে মুম্বইয়ের জুহুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়  বলিউড অভিনেত্রী জিয়া খানের ঝুলন্ত দেহ। জানা যায়, মৃত্যুর আগে শেষবারের মতো জিয়া সূরজের সঙ্গেই কথা বলেছিলেন। অন্যদিকে জিয়া খানের মা রাবিয়া খানও অভিযোগ তোলেন এটা আত্মহত্যার ঘটনা নয়, জিয়াকে খুন করা হয়েছে।
সুভাষ ঘাই ও সলমন খান প্রযোজিত আগামী ছবি ‘হিরো’-দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে সূরজের। সূরজের বিপরীতে রয়েছেন সুনীল কন্যা আথিয়া শেঠি। এই ছবি দিয়ে আথিয়াও পা রাখছে বলিউডে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ