জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ রিট আবেদন করেন।
ব্যারিস্টার খোকন জানান, রিট আবেদনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিল চাওয়া হয়েছে। বিচারপতি মো. রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামীকাল রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানান এ আইনজীবী।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অপর আসামিরা হলেন – খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তৎকালীন সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউট’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।