জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে প্রথম পাঁচ উইকেট শিকারের রোমাঞ্চ নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আজ রোববার রাতেই রওনা দেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার খবর নিশ্চিত করে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলেন, জরুরি প্রয়োজনে ফিরে যাচ্ছেন সাকিব। রাত ৯টায় ওর ফ্লাইট। বিসিবি ছুটি দিয়ে রাখলেও গত ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। তখন বলেছিলেন, স্ত্রীর প্রেরণাতেই দেশের হয়ে খেলতে এসেছিলেন তিনি। জরুরি প্রয়োজনে যে কোনো সময় ফিরতে হতে পারে, জানিয়ে রেখেছিলেন সেটাও।
শনিবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। ৪৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার প্রথম ৫ উইকেট। বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার রেকর্ড থেকেও ছিলেন মাত্র একটি উইকেট দূরে। তবে যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছেন নিজের প্রথম সন্তানের মুখ দেখার রোমাঞ্চ নিয়ে।