৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই মাঠ কাঁপাতে চান রুবেল, তাসকিন ও শফিউল

বাংলাদেশ “এ” দলের হয়ে ভারত সফরে খেলেছেন তিনজনই। আর ক’দিন আগের সে সফরে ইনজুরিতেও পড়েন বাংলাদেশ দলের পেসার রুবেল, তাসকিন ও শফিউল।

তবে ইনজুরি কাটিয়ে দ্রুতই তারা মাঠে ফিরবেন। এমনটাই বিশ্বাস, দলের ফিজিও বায়েজীদুল ইসলামের। আর নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজেই বল হাতে মাঠ কাঁপাতে চান টাইগার পেসাররাও।

ভারত সফরে বাংলাদেশ “এ” দলের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়ে দেশে ফিরতে হয়েছিলো তাসকিনকে। জাতীয় দলের জার্সি গায়েও সবশেষ মাঠে নেমেছিলেন ভারতের বিপক্ষেই। তবে ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলা হয়নি এই পেসারের।

“এ” দলের ভারত সফরে পেসার রুবেল আর শফিউলও পড়েন চোটের কবলে। তবে এর আগে জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে সপ্রতিভ ছিলেন রুবেল। কিন্তু, পেসার শফিউল জাতীয় দলের জার্সিই শেষবার গায়ে জড়িয়েছেন ১ বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে। এ চিত্রই বলে দেয়, ইনজুরি আর বাজে ফর্মের কারণে মাঠে খুব একটা নিয়মিত হতে পারেন না দেশের প্রথম সারির ফাস্ট বোলাররাই। তাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, বিপিএল, এশিয়া কাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপের মত বড় বড় আসরগুলোকে সামনে রেখে তাদের ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই যায়।

তবে পুরোপুরি ফিট হয়ে উঠতে ফিজিওর পরামর্শ মেনেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন দেশের পেস বিভাগের কাণ্ডারিরা। ইনজুরি কাটিয়ে শীঘ্রই মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়াতে চান রুবেল-তাসকিন-শফিউলরা। মাস খানেকের মধ্যেই রুবেল-তাসকিন-শফিউলরা মাঠে ফিরতে পারবেন বলে আশ্বাস দিলেন দলের ফিজিও-ও।

দেশের ক্রিকেটারদের জন্য সামনে রয়েছে বেশ ব্যস্ত সময়সূচী। তাই লাল সবুজদের বোলিং ডিপার্টমেন্টের সেনানীরা দ্রুতই ফিট হয়ে মাঠে ফিরবেন। এমনটাই আশা দেশের ক্রিকেট প্রেমীদের

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ