আজ জিতলে টাইগার রা পাবে আরেকটি বাংলা ওয়াশের স্বাদ । যদিও সেই বোর্তা প্রথম থেকেই ইমরুল ও তামিম দিয়েছিল বাংলার ক্রিকেট প্রেমিদেরকে। তামিম ও ইমরুল ভালো ওপেনিং শুরু করেন। তারা দুজন মনে হয় পরামর্শ করে মাটে নেমেছিল ৭৩ করেই নিবে তারা। দুজনেই ব্যাক্তিগত ৭০ রানে আউট হয়ে সাজ ঘরে ফিরলেও একটি রানের দিকে এগুচ্ছিল বাংলাদেশ কিন্তু মুশফিক ২৮ রানে ফিরে যাওয়ার পর ধারাবাহিক উইকেট পতনে তা আর হলনা সর্বশেষ ১ উইকেট হাতে রেখে ২৭৭ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৪