জিম্বাবুয়েকে ১৩৬ রানের টার্গেট দিল টাইগারা মিরপুরে দুই ম্যাচ সিরিজের ২য় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ১৩৬ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে টাইগাররা।
এর আগে, ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় স্বাগতিকরা। লিটন দাসের জায়গায় দীর্ঘ চার বছর পর টি-টোয়েন্টি একাদশে সুযোগ পাওয়া ইমরুল কায়েস ও তামিম ইকবাল চড়াও হয়ে ব্যাট করেন প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে।
ইনিংসের প্রথম ৩ ওভারে ২৬ রান যোগ করেন তারা। পরের ওভারে মাদজিভার বলে চিগুম্বুরার হাতে ধরা পড়েন তামিম। দলীয় ৩৪ রানের মাথায় ১৫ বল খেলে ২১ রান করে ফিরে যান তিনি। তামিমের বিদায়ের পর উইকেটে আসেন এনামুল হক বিজয়।
পরের ওভারের পঞ্চম বলে আবারও উইকেট হারায় টাইগাররা। এবার চিসোরোর বলে ইমরুলকে দুর্দান্তভাবে তালুবন্দি করেন উইলিয়ামস। ১০ রান করে ফিরে যান ইমরুল। ৫ ওভার শেষে বাংলাদেশের ইনিংস দাঁড়ায় ২ উইকেটে ৩৫ রান।
এরপর, ভালই খেলতে থাকা মুশফিকও আউট হন ব্যক্তিগত ৯ রান করে।
এরপর এনামুল-সাব্বির জুটি ৩৯ রান যোগ করে দলকে কিছুটা এগিয়ে নেন। সাব্বির ১৭ করে আউট হওয়ার পর ৩ রানে ফিরে যান নাসিরও। ১৬.২ ওভারে টাইগারদের ইনিংস দাঁড়ায় ৫ উইকেটে ১১৩।
এরপর মাহমুদুল্লাহ ৮ ও মাশরাফি কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন। একপ্রান্ত আগলে থাকা এনামুল ৪৭ রান করে দলের স্কোর বাড়িয়ে নিতে দারুণ অবদান রাখেন।
জিম্বাবুয়ের পানিয়াঙ্গারা ৩টি, মাদজিভা ও ক্রেমার ২টি উইকেট লাভ করেন।
এর আগে, দু’দলের ৪টি-টিয়োন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩টিতে বাকি একটি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে।