এই শীতের আমেজকে আরও একটু বাড়িয়ে দিতে আজ পৌষ পার্বণের প্রাক্কালে রইল জিভে পানি আনা দুধপুলির রেসিপি।
উপকরণ –
- চালের গুঁড়ো ১ কাপ
- পানি পরিমাণ মতো
- নারকেল ( কোঁড়ানো ) ১ কাপ
- গুঁড় ১/২ হাফ কাপ
- চিনি ১ কাপ
- এলাচ গুঁড়ো ১/২ চামচ
- সুজি ১/২ কাপ
- ক্ষীর ১/২ কাপ
- দুধ ১ কেজি
- কাজুবাদাম গুঁড়ো ১/৪ কাপ
পদ্ধতি –
- কড়ায়ে সুজি ও কোঁড়ানো নারকেল সামান্য ভেজে নিন।
- এবার একে একে তাতে ক্ষীর, কাজুবাদাম গুঁড়ো, এলাচ গুঁড়ো, চিনি দিয়ে নাড়তে থাকুন।
- এবার সামান্য দুধ দিয়ে সমস্ত উপকরণগুলো খানিকক্ষণ ফোটান।
- মিশ্রণটি মাখা মাখা হয়ে গেলে তা নামিয়ে নিন।
- এবার একটি পাত্রে মিশ্রণটি ঢেলে নিন।
- এবার পানি উষ্ণ গরম করে নিন।
- পরিমাণ মতো পানি দিয়ে চালের গুঁড়ো ভালো করে মেখে ফেলুন।
- মাখা হয়ে গেলে তা থেকে লেচি কেটে নিন।
- আলতো হাতে চাপ দিয়ে লেচিতে মেখে রাখা পুর ভরুন।
- পুর ভরা হয়ে গেল ভালো করে লেচিটা মুড়ে পিঠার আকারে গড়ুন।
- খেয়াল রাখবেন যাতে পুর বেরিয়ে না যেতে পারে।
- এবার কড়াইয়ে দুধ জ্বাল দিতে থাকুন।
- যতক্ষণ না দুধ ঘন হচ্ছে ততক্ষণ তা ফোটাতে থাকুন।
- এবার দুধে চিনি দিয়ে দিন।
- চাইলে সামান্য গুড়ও দিতে পারেন। এতে লালচে একটা রং আসবে।
- এবার পিঠাগুলো ছাড়তে হবে।
- খানিকক্ষণ ফুটিয়ে তা নাড়াচাড়ার পর নামিয়ে ফেলুন।
- এভাবে বেশ কিছুক্ষণ রাখুন, যাতে পিঠের মধ্যে দুধ ঢোকে।
- ঘণ্টাখানেক পর পরিবেশন করুন।
- গার্নিশিংয়ের জন্য উপরে কাজুবাদাম ও খোয়া ক্ষীর ছড়িয়ে দিতে পারেন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
Posted by earthnews24 on Friday, January 8, 2016
আর্থনিউজ২৪/উর্মি/৪৮/৮ জানুয়ারি