নানা রকম আবিষ্কারের মধ্যেই চলছে মানুষের জীবন । যখনি যেমন সমস্যায় পরছেন তার থেকে পতিকার খুঁজছেন তখনি। সম্প্রতি জিভের লালা বলে দেবে অকাল মৃত্যুর আশঙ্কা আছে কি না, এমনই দাবি ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকের।
ব্রিটিশ গবেষকদের দাবি, জিভের লালায় অ্যান্টিবডির পরিমাণ কম থাকলে মৃত্যুর আশঙ্কা বাড়ে। পরীক্ষায় দেখা যাচ্ছে, জিভের লালায় থাকে ইমিউনোগ্লোবিন-এ নামে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডির পরিমাণের উপর নির্ভরশীল মৃত্যুর হার। বিভিন্ন কারণে কমে যেতে পারে এই অ্যান্টবডির পরিমাণ। যেমন, স্ট্রেস, বয়স, ধূমপান, রোগভোগে। প্রায় ৬৩৯ জন লোকের উপর এই পরীক্ষাটি চালানো হয়।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে প্লস ওয়ান নামে জার্নালে।
পোস্টটি যতজন পড়েছেন : 125
























