তাঁকে ধরে নিয়ে গিয়েছিল আইএস জঙ্গিরা। তারপরের অত্যাচারের ইতিহাসটা শুনলে শিউরে উঠতে হয়। চেন দিয়ে বাঁধা হত তাঁকে। চলত অকথ্য নির্যাতন। এতেই আনন্দ পেত ওরা। গায়ে ঢেলে দেওয়া হত গরম জল। ইঁদুরে ভরা চৌবাচ্চার জল জোর করে খাওয়ানো হত তাঁকে। মাত্র ১৮ বছর বয়সে তাঁর মনে হয়েছিল, এই বোধহয় শেষ। বাঁচার কোনও আশা ছিল না। আচমকা তিন মাস পর অপ্রত্যাশিতভাবে পালিয়ে যায় জিনান। এরপর একটি বইতে তিনি লিখেছেন তাঁর সেই দুঃস্বপ্নের কাহিনী।
উত্তর ইরাক দখলের সময় আইএস জঙ্গিরা তুলে নিয়ে যায় জিনানকে। তারপর ‘ইন্টারন্যাশনাল সেক্স স্লেভ মার্কেটে’ তাঁকে বেচে দেওয়া হয়। কিভাবে তাঁদের বাজারে মেপে নিত জঙ্গিরা সেই বর্ণনা দিয়েছেন জিনান। দু’জন তাঁকে কিনে নিবেছিল। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় বিভিন্ন জায়গায়। অত্যাচারের মাত্রা ছাড়িয়ে ইলেকট্রিক শকও দেওয়া হত তাকে। মার্কেটে শুধু ইরাকি আর সিরিয়ান মেয়ে নয়, বিক্রিত হত অন্যান্য দেশের মেয়েরাও।
কোনও এক রাতে জিনান শুনতে পায় তাঁকে পিস্তল দিয়ে কিনতে চাইছে কেউ। সেই রাতে জিনান জানতে পারেন কিভাবে আন্তর্জাতিক স্তরে ব্যবসা চলে তাদের।