১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জিদানকে কোচ বানাতে উঠেপড়ে লেগেছে ব্রাজিল!

শিরোপাখরা ঘোচাতে ইউরোপে আস্থা রাখতে চাইছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। তিতের পদত্যাগের পর কোচ হিসেবে মরিনিও, অ্যানচেলত্তি ওগার্দিওলাকে প্রস্তাব দেয়া হলেও একে একে সবাই প্রত্যাখ্যান করছেন বলেই খবর।

এদিকে, জিনেদিন জিদানকে দলে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেলেসাওরা। এমন গুঞ্জন উঠেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে।

জোগো বনিতো। সুন্দর ফুটবলের পূজারি। ছন্দময় ফুটবল খেলে বিশ্ব দরবারে সমাদৃত ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ জিতে এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপা জয়ের অনন্য রেকর্ডের মালিক সেলেসাওরা। যাদের টপকে এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি কেউই।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ছন্দ নিয়ে মাঠে নেমেও হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি নেইমার-ভিনিরা। ব্যর্থতার গ্লানি বইতে না পেরে স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ান কোচ তিতে।

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে কোচহীন সেলেসাও শিবির। হন্যে হয়ে একজন দক্ষ কোচের খোঁজ করে চলেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তিতে পদ ছাড়ার পর ইতালিয়ান হাইপ্রোফাইল কোচ হোসে মরিনিওকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছিল লাতিন আমেরিকার দলটি। তবে শোনা যাচ্ছে ব্রাজিলের দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ওয়েল ম্যানেজড এই পর্তুগিজ।

রিয়াল বস কার্লো অ্যানচেলত্তিকে দলের দায়িত্ব দিতে প্রস্তাব পাঠিয়েছিল ব্রাজিল। তবে, ইউরোপিয়ান গণমাধ্যমের গুঞ্জন সে প্রস্তাবে কোনোরকম আগ্রহই দেখাননি অ্যানচেলত্তি। ম্যানসিটি গুরু পেপ গার্দিওলাকে দলে নিতে মুখিয়ে ছিল সেলেসাওরা। তবে, সিটিজেনদের সঙ্গে যোগ দিয়ে দলকে ১১ টি শিরোপা জেতানো এ কোচ চাইছেন এবারও প্রিমিয়ার লিগ শিরোপা জিততে।

দিদিয়ের দেশমের ফ্রান্সের সঙ্গে চুক্তি নবায়নের আগে শোনা যাচ্ছিল জিনেদিন জিদান বসতে যাচ্ছেন লেস ব্লুদের কোচের চেয়ারে। তবে, দেশমের চুক্তি বাড়ানোর পর জিজুকে নিয়ে শোনা সেই গুঞ্জন থেমে গেছে। তবে, নতুন গুঞ্জন উঠেছে জিদানকে দলে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিল। তাকে দলের দায়িত্ব দিয়ে ২০২৬ বিশ্বকাপে হেক্সা জিতে অনন্য রেকর্ড গড়ার লক্ষ্য সেলেসাওদের।

তবে, বিদেশি কোচ নিয়ে ব্রাজিলিয়ানদের অনীহার ব্যাপারটি নতুন কিছু নয়। যদিও ২০০২ বিশ্বকাপ জয়ের পর থেকেই শিরোপাখরায় ব্রাজিল। রাশিয়া ও কাতার দুই বিশ্বকাপেই তাদের বিদায়ঘন্টা বেজেছে ইউরোপের দলগুলোর কাছে হেরে। তাও আবার কোয়ার্টার ফাইনাল থেকেই। তাইতো পুরোনো রীতি ভেঙে দক্ষিণ আমেরিকার সীমা পাড়ি দিতে চায় ব্রাজিল। বিশ্বকাপ জিততে তাই কোচের দেশ নয়, সফলতায় চোখ ব্রাজিলের। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমও ইঙ্গিত দিচ্ছে জিদানের দিকেই।

ভাষাগত ও সংস্কৃতিগত সীমাবদ্ধতাকে ছাপিয়ে জিজুই নেইমারদের গুরুর আসনে বসেন কি না তাই এখন দেখার বিষয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ