চিলিতে চলতি কোপা আমেরিকায় কাঙ্খিত জয়টি আদায় করে নিয়েছেন মেসিরা৷ তবুও উরুগুয়ের বিপক্ষে জিতেও দলের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট হতে পারছেন না জেরার্ডো মার্টিনো। ৯০ মিনিটের লড়াইয়ে শিষ্যদের ছন্দ হারিয়ে ফেলাটাই আর্জেন্টিনা কোচকে চিন্তিত করে তুলছে।
লা সেরেনা শহরে বুধবাবের এই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে সার্জিও অ্যাগুয়েরোর দুর্দান্ত হেডে কাঙ্খিত জয়ের দেখা পায় আর্জেন্টিনা।এই জয়ের সুবাদে ‘বি’ গ্রুপ থেকে ফেভারিট আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো হয়েছে। কিন্তু শিরোপা জিততে সামনে আরও কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে। ফলে কোনও ম্যাচের পুরো ৯০ মিনিট ছন্দ ধরে রাখতে না পারলে জেতা কঠিন হবে বলে মনে করেন মার্টিনো।
ম্যাচ শেষে মার্টিনো বলেন, ‘উরুগুয়ের বিপক্ষে যা আমি দেখলাম, বিশেষ করে ৭০ মিনিট প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের মতোই ছিল। বলের দখল আমাদের ছিল, আমরা সুযোগ তৈরির চেষ্টা করেছি, উরুগুয়ের ছক ভেঙে দিয়েছি এবং উইং দিয়ে আক্রমণ করেছি। কিন্তু এরপর আমরা নিজেদের মধ্যে পাস দেওয়ায় গতি হারিয়েছি৷’
তাঁর মতে, এই কারণেই আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। যে কারণে প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধে দু’গোলে এগিয়ে গিয়েও বিরতির পর দু’গোল হজম করে পয়েন্ট হারিয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় অসন্তুষ্ট হলেও তিন পয়েন্ট নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনা কোচ অবশ্য কিছুটা স্বস্তি পেয়েছেন৷