[english_date]

জালালাবাদ তা’লীমুল কুরআন মাদরাসা কর্তৃক হাজীদের সংবর্ধনা ও মুআল্লিমগণের সম্মাননা পাগড়ি প্রদান অনুষ্ঠান

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ তা‘লীমুল কুরআন মাদরাসায় চলতি বছর হজপালন কারী আল্লাহর মেহমানদের সংবর্ধনা সভা ও ২০০৫-২০১৭ সালের মধ্যে নূরানী মুয়াল্লিম ও কেরাত প্রশিক্ষণ নেওয়া কারী সাহেবানের প্রত্যেককে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। তা‘লীমুল কুরআন কমপ্লেক্স এর চেয়ারম্যান ও জালালাবাদ তা‘লীমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়্যব সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক আবাসিক সিভিল সার্জন ডা. আলহাজ্ব ফরিদ খান, প্রফেসর আলহাজ্ব এম.এ. বারী ফারুকী, আরব বাংলাদেশ ওভারসিস হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এম.এ তাহের, মুহিউস সুন্নাহ মাদরাসার সভাপতি হাজী আশরাফ আলী, সেক্রেটারী আলহাজ্ব কাউসার হোসেন বাবু, চিটাগাং প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সহসভাপতি, হাফেজ মাওলানা আলহাজ্ব মুসলেহ উদ্দিন, সেক্রেটারী মাওলানা মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা এনামুল হক, যুগ্ম সম্পাদক মাওলানা মানযারুল হালিম বুখারী, জালালাবাদ মাদরাসার সহকারী পরিচালক ও নূরানী মুয়াল্লিম বিভাগীয় প্রধান প্রশিক্ষক, মাওলানা শামসুল হক, কেরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী জাবের, মাওলানা আযহার উদ্দিন ও মাওলানা আবদুল মাবুদ প্রমুখ। পাগড়ি প্রদান অনুষ্ঠানে দুই শতাধিক নূরানী মুআল্লিম ও কারীগণকে সনদ ও সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। উপস্থিত হাজীদেরকে নিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করেন তা‘লীমুল কুরআন কমপ্লেক্স সেগুনবাগান চট্টগ্রামের চেয়ারম্যান, আলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়্যব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ