জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসেছেন। ভারত থেকে একটি বিশেষ বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরি টাইম) খুরশিদ আলম।
দশ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রতিনিধি দলে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি হ্যান্সি জোয়াসিম ফুসটেল।
প্রতিনিধি দলটি বুধবার সকালে গাজীপুরে গার্মেন্টস কারখানা পরিদর্শন করবেন। এ সময় বাণিজ্য মন্ত্রী তোফায়ের আহমদ তার সঙ্গে থাকবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন
পোস্টটি যতজন পড়েছেন : 113