আপিল নিষ্পত্তির পরই, জামায়াত শিবির নিষিদ্ধের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
সোমবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা বলেন মন্ত্রী। এছাড়া, প্রচলিত আইনেই বিএনপি-জামায়াতের সকল নাশকতামূলক কর্মকাণ্ডের বিচার করা হবে, এর জন্য আলাদা কোন ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘জামায়াত এবং জামায়াতের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার ব্যাপারে যে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট’ যে সংশোধনীর কথা বলা হচ্ছে সেই সংশোধনীটা এখন মন্ত্রীপরিষদ বিভাগে আছে।’
পোস্টটি যতজন পড়েছেন : 151