[english_date]

জামাই আটক, শ্বশুরবাড়ির ৪ জনকে খুন

জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর আদীবাসী পল্লীতে পরকীয়ার জেরে শাশুড়ি, শ্যালিকা, ফুফাশ্বশুর ও নিজ শিশুসন্তানকে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে জামাই। এ ঘটনায় জামাই সুমনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিজ শিশুসন্তান সানি (৭), শাশুড়ি সন্ধ্যারাণী মার্ডি (৪৯), শ্যালিকা তেরেজা মার্ডি (১৮) ও ফুফা শ্বশুর মাইকেল (৫৩)। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সুমনের স্ত্রী-শশীলা মার্ডির সঙ্গে প্রতিবেশী এক যুবকের পরকীয়া (প্রেমে) সর্ম্পক ছিল। সুমন স্ত্রীর এ অনৈতিক সম্পর্কের বিষয়টি শ্বশুর-শাশুড়িকে একাধিকবার জানালে এতে তারা কোনো কর্ণপাত করেনি। গতরাতে (শুক্রবার রাতে) সুমন শ্বশুড়বাড়িতে এসে স্ত্রীকে আগের মতোই পরকীয়ায় জড়িত জানতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে । এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে স্ত্রীকুপিয়ে আহত করেন। তাকে সাহায্যে এগিয়ে এলে নিজ শিশুসন্তান, শাশুড়ি, শ্যালিকা ও ফুফা শ্বশুড়কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

পরে পুলিশ খবর পেয়ে এসে সুমনকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত স্ত্রী শশীলা মার্ডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ