জেলার পাঁচবিবি উপজেলার ভিমপুর আদীবাসী পল্লীতে পরকীয়ার জেরে শাশুড়ি, শ্যালিকা, ফুফাশ্বশুর ও নিজ শিশুসন্তানকে কুপিয়ে ও গলা কেটে খুন করেছে জামাই। এ ঘটনায় জামাই সুমনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিজ শিশুসন্তান সানি (৭), শাশুড়ি সন্ধ্যারাণী মার্ডি (৪৯), শ্যালিকা তেরেজা মার্ডি (১৮) ও ফুফা শ্বশুর মাইকেল (৫৩)। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সুমনের স্ত্রী-শশীলা মার্ডির সঙ্গে প্রতিবেশী এক যুবকের পরকীয়া (প্রেমে) সর্ম্পক ছিল। সুমন স্ত্রীর এ অনৈতিক সম্পর্কের বিষয়টি শ্বশুর-শাশুড়িকে একাধিকবার জানালে এতে তারা কোনো কর্ণপাত করেনি। গতরাতে (শুক্রবার রাতে) সুমন শ্বশুড়বাড়িতে এসে স্ত্রীকে আগের মতোই পরকীয়ায় জড়িত জানতে পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠে । এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাদানুবাদের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাপাতি দিয়ে স্ত্রীকুপিয়ে আহত করেন। তাকে সাহায্যে এগিয়ে এলে নিজ শিশুসন্তান, শাশুড়ি, শ্যালিকা ও ফুফা শ্বশুড়কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
পরে পুলিশ খবর পেয়ে এসে সুমনকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত স্ত্রী শশীলা মার্ডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।