জাবি(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) এর শাখা ছাত্রলীগের এক নেতার নিয়োগ বাতিলের দাবিতে উপাচার্যকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে। শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খবির উদ্দিন বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য শিক্ষকদের দাবি না মেনে নিলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানতে পারিনি।’
১৩ জুলাই ঈদুল ফিতরের ছুটির মধ্যে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুকে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (গ্রন্থাগার) পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সে সময় শিক্ষকদের বিরোধিতা সত্ত্বেও উপাচার্য নিজ ক্ষমতাবলে তাকে নিয়োগ দেন। পরবর্তীতে আওয়ামীপন্থী শিক্ষকরা ছাত্রলীগ নেতা দীপুকে শিক্ষকদের উপর হামলাকারী অভিহিত করে তার নিয়োগ বাতিলের দাবি জানান। সে সময় শিক্ষকদের বিরোধিতার কারণে কর্মক্ষেত্রে যোগ দিতে পারেননি বিতর্কিত এ ছাত্রলীগ নেতা। পরবর্তীতে ২৩ আগস্ট ছাত্রলীগের এ নেতাকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পুনরায় নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
