ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন প্রার্থিতা প্রত্যাহার করছেন।
০৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর একটায় প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
হাজী সাইফুদ্দিন বলেন, ‘নির্বাচন করার পরিবেশ নেই। আমি নির্বাচন করবো না। আমি দুপুর একটার দিকে আমার প্রার্থিতা প্রত্যাহার করবো।’
তিনি বলেন, আমাদের পার্টির সিদ্ধান্ত হয়েছে আমরা আমাদের মহাজোটের প্রার্থী ফজলে নূর তাপসকে সমর্থন করবো। তাই পার্টির সিদ্ধান্তে আমি সরে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পর দুপুর একটায় আমি গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে রিটার্নিং কর্মকর্তার কাছে যাবো। আমার প্রত্যাহারের বিষয়টি জানিয়ে ব্রিফিং করবো।
এমআইএস