
অঘটন ! জাপান ওপেন থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল৷প্রতিযোগিতার অবাছাই জাপানের এম মিথানির কাছে হেরে গিয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন বিশ্বের এক নম্বর তারকা খেলোয়াড়টি৷
মিথানির কাছে ১৩-২১ ও ১৬-২১ পয়েন্টে হেরে গিয়েছেন সাইনা৷ প্রথম সেটে কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন সাইনা৷ তবে দ্বিতীয় সেটে অবশ্য কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি তিনি৷প্রথম রাউন্ডে সিন্ধু ছিটকে যাওয়ার পরে আশা করা হয়েছিল সাইনা হয়ত লড়াই করবেন জাপান ওপেনে৷ কিন্তু সেক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ সাইনা৷
প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরে সাইনা বলেছেন, ‘আমি খুব হতাশ৷এভাবে ছিটকে যাব ভাবতে পারিনি’ সাইনা এভাবে ছিটকে যাওয়াতে হতাশ ভারতীয় ক্রীড়ামহলও৷ তবে হারলেও সাইনা আশাবাদী পরবর্তী পর্বে ভালো কিছু করার ব্যাপারে৷
পোস্টটি যতজন পড়েছেন : ৪১৩