[english_date]

জাপানি নাগরিক হত্যায় আটক হওয়া দুইজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় রাজশাহী থেকে আটক হওয়া দুইজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাদের আটক করা হয়।
এরা হলেন- ব্র্যাক ব্যাংক রাজশাহী মহানগরীর আলুপট্টি শাখার সেলস অ্যান্ড সার্ভিস অফিসার সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহরিয়ার আলম।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি বলে জিজ্ঞাসাবাদ শেষে আজ বেলা দেড়টার দিকে ছেড়ে দেয়া হয়েছে।
গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করা হয়। তিনজন মুখোশধারী তাকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও পুলিশ।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ