১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড প্রদান ও বিতরণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি

নির্বাচন কমিশনের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড প্রদান ও বিতরণ প্রকল্পের মেয়াদ ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসির জ্যেষ্ঠ সহকারী প্রধান সাইফুল হক চৌধুরী বৃহস্পতিবার মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্যালয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

এতে বলা হয়েছে, ইসি সচিবালয় বাস্তবায়নাধীন ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহেন্সিং এক্সেস টু সার্ভিসেস-আইডিইএ’ প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল ব্যয় বাড়ানো ছাড়াই ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত (১৮ মাস) বাড়ানো হল।

বিদ্যমান প্রকল্পটি আওতায় আগামী জুনের মধ্যে সাড়ে নয় কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেয়ার কথা ছিল। উত্পাদন শুরুর কথা ছিল আগস্টেই।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, স্মার্টকার্ড দেয়ার জন্যে প্রক্রিয়া চলছে। কবে নাগাদ বিতরণ শুরু হবে সুনির্দিষ্ট তারিখ দেয়া যাবে না।

তবে বিতরণ কাজের সুবিধায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দীন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ