২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে লাখো মুসল্লি

প্রধান জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক, বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষসহ লাখো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।
 
দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উদযাপিত হচ্ছে ত্যাগ ও খুশির ঈদ পবিত্র ঈদুল আজহা।
 
মহান সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার আশায় পশু কোরবানির মধ্য দিয়ে দিনটির অনুষ্ঠানিকতা পূর্ণ করবেন মুসলমানরা। পরে সে কোরবানির মাংস বিলিয়ে দেওয়া হবে ধনী-গরিবসহ নিজস্ব আত্মীয়-স্বজন সবার মধ্যে।
 
কোরবানির ঈদ মুসলিম সমাজের ত্যাগের উৎসব। ভোগে নয়, ত্যাগেই শান্তি এমনই শিক্ষা পাওয়া যায় এই ঈদ থেকে। কোরবানি শব্দটি আরবি ‘কোরবানুন’ অথবা ‘কেরবানুন’ শব্দ থেকে আগত, যার মানে নৈকট্য বা সান্নিধ্য লাভ করা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ