১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন

জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। তিনি ড. এ. কে আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, ১৯৮৫ সালে বিসিএস ক্যাডারে যোগ দেওয়া মাসুদ বিন মোমেন বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন। জাপানের আগে তিনি ইতালির রাষ্ট্রদূত ও সার্ক সচিবালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।   মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর যুক্তরাষ্ট্রের টুফটস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ