প্রবল বর্ষায় জলমগ্ন গুজরাত৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ এখনও পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ রাজ্যে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরোলি জেলা ও দক্ষিণ গুজরাত৷ গত ২৪ ঘণ্টা ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এই অঞ্চলে৷ শুধুমাত্র আমরোলিতেই মৃত্যু হয়েছে ৩৬ জনের৷ জেলার ৩৫টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় আমেদাবাদ থেকে পাঠানো হয়েছে দমকলের বিশেষ উদ্ধারকারী দল৷ আগামী ৪৮ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর৷
এদিকে, ফের বন্যার ভ্রূকুটি কাশ্মীরে৷ দক্ষিণ কাশ্মীরে বিপদসীমার উপর দিয়ে বইছে ঝিলম৷ গতকাল থেকে একটানা বৃষ্টিতে ঝিলমের শাখা নদীগুলির জলস্তরও বাড়ছে। বৃহস্পতিবার সকালে থেকেই জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু অঞ্চল৷ বন্যা সতর্কতা জারি করা হয়েছে অনন্তনাগ ও পুলওয়ামা জেলায়৷ এই দুই জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে৷ এখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷অন্যদিকে, সঙ্গমে বিতস্তার জল বিপদসীমা থেকে প্রায় আড়াই ফুট উঁচুতে বইছে৷ বিপদসীমার উপর দিয়ে বইছে রাম মুবশিবা৷