তবে কি এতদিনের জল্পনা সত্যি হতে চলেছে? মঙ্গলে প্রাণ আছে? সোমবার নাসার এক সাংবাদিক বৈঠক এই জল্পনাই কয়েকগুন বাড়িয়ে দিল। নাসা এদিন এক সাংবাদিক বৈঠক করে দাবি করেছে, মঙ্গলের মাটিতে জল থাকার প্রমাণ মিলেছে। মঙ্গলগ্রহে গবেষণারত দলের সদস্যরা জানিয়েছেন, কিউরিওসিটির চোখে ধরা পড়া একাধিক ছবিতে দেখা গিয়েছে মঙ্গলের মাটিতে প্রবাহমান জলের অস্তিত্ব রয়েছে। তবে সেই জলের অস্তিত্ব এখন অনেকটাই ফিকে।
তবে কয়েকদিন আগেই নাসা মঙ্গলের মাটিতে জমাট বাঁধা বরফ থাকার কথা জানায়। এবার জানালো প্রবাহমান জলের কথা। কিন্তু প্রশ্ন, -১২৯ ডিগ্রি সেলসিয়াসে কীভাবে জল জমাট না বেঁধে থাকতে পারে? মনে করা হচ্ছে এই প্রচণ্ড ঠাণ্ডায় প্রবাহমান জল থাকার আসল রহস্য হল মঙ্গলের মাটিতে অতিরিক্ত লবনের উপস্থিতি। ওই লবই জলকে জমাট বাঁধতে দিচ্ছে না।
কী রয়েছে ছবিতে? নাসার প্রকাশ করা ছবিতে দেখা গিয়েছে, মঙ্গলের বিভিন্ন গিরিখাত এবং গর্ত রয়েছে যার উপর জলের চিহ্ন স্পষ্ট। তবে সেই জল কোথা থেকে এসেছে তা নাসার বিজ্ঞানীরা খোলসা করে কিছুই জানাননি। মনে করা হচ্ছে মাটির নীচের জমে থাকা জল রয়েছে। বিজ্ঞানীদের আরও দাবি, সম্ভাবত মঙ্গলের পৃষ্টদেশে গরম পড়লেই জল গলে যায়। আবার শরৎকাল এলেই ফের জল জমতে শুরু করে।