[english_date]

জর্ডানের পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গভীর আগ্রহ প্রকাশ করেছে জর্ডান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সঙ্গে সাক্ষাত্কালে গতকাল বাংলাদেশ সফররত জর্ডানের পররাষ্ট্র সচিব মোহাম্মাদ তাসির বিন ইয়াসিন এ আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষৎকালে জর্ডানের পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক পরিসরে বহুপাক্ষিক ক্ষেত্রে দু’দেশের এক সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং তা কাজে লাগিয়ে দুদেশের জনগণই উপকৃত হতে পারে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। তাছাড়া দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক, ঢাকা-আম্মান রুটে সরাসরি বিমান চলাচল, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জর্ডানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এসময় জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এশিয়া ও ওশানিয়া) ড. আদেল আদেইলে, জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ও মধ্য এশিয়া) উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জর্ডানের পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপক্ষীয় ও আরো বৃহদায়তনে আন্তর্জাতিক পরিসরে দুই দেশের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে উভয় দেশের জনগণের পক্ষেই উপকৃত হওয়া সম্ভব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ