অ্যাশেজ পুনরুদ্ধার থেকে মাত্র তিন কদম দূরে ইংল্যান্ড৷ট্রেন্টব্রিজে ইনিংসের হার বাঁচাতে অস্ট্রিলিয়ার দরকার আরও ৯০ রান৷চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে সাত উইকেটে ২৪১ রান তুলেছে৷
প্রথম ইনিংসে অজি ইনিংসের সুর-তাল ও ছন্দ কেড়ে নিয়েছিলেন স্টুয়ার্ড ব্রড৷ আর দ্বিতীয় ইনিংসে মাইকেল ক্লার্কদের ব্যাকফুটে ঠেলে দেন ইংরেজ পেসার বেন স্টোকস৷৩৫ রান খরচে করে পাঁচ উইকেট তুলে নেন স্টোকস৷ ৩৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ক্লার্ক কোং৷ওপেনিং জুটিতে সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেও স্টোকসের ধাক্কায় ফের ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া৷ডেভিড ওয়ার্নারের ৬৪ এবং ক্রিস রজার্সের ৫২ ছাড়া অ্যাডাম ভোজেসের অপরাজিত ৪৮ রানের সুবাদে ইনিংসের হার বাঁচানোর লড়াই জারি রেখেছে অস্ট্রেলিয়া৷
পোস্টটি যতজন পড়েছেন : ২০৫