ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণটি একটি দুর্ঘটনা। এটা অন্য কোনো কারণে ঘটেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার (৬ মার্চ) সকালে রাজধানীর পল্লবী ফায়ার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ফায়ার সার্ভিস ডিজি।
অন্য কোনো কারণ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মাইন উদ্দিন বলেন, দুর্ঘটনা নাকি অন্য কারণে সায়েন্সল্যাবের ঘটনা, তা জানতে আমি নিজে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম। সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমও কাজ করেছে। তারা জানিয়েছে, সেখানে নাশকতা বা বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। এসব থেকে বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি। এরপরও এ ঘটনা তদন্ত হচ্ছে।
বড় বড় আগুনের ঘটনার পরেও পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরছে না কেন— এমন প্রশ্নে ফায়ার সার্ভিস ডিজি বলেন, সরকারের নির্দেশনার পর নতুন করে ফায়ার সার্ভিস কিংবা সিটি করপোরেশন কেউই কেমিক্যাল গোডাউন করা বা কারখানা স্থাপনের জন্য পুরান ঢাকায় কোনো অনুমতি দিচ্ছে না। এখনো যা হচ্ছে, তার সবই অবৈধ। তবে পুরান ঢাকায় কেন এখনো কেমিক্যাল গোডাউন, কারখানা কিংবা বিক্রি হচ্ছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ভালো বলতে পারবে।