২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে বিধি-নিষেধ আরোপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অধ্যয়নরত সব শিক্ষার্থীদের স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হয়েছে। রোববার থেকে এ আদেশ কার্যকর হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহম্মদ তাজাম্মুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, ক্যাম্পাসে সার্বিক শৃংখলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের স্ব স্ব আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো। শীতকালীন ছুটি পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামীকাল রোববার (২৯ ডিসেম্বর) থেকে। এদিন থেকে এই নোটিশ কার্যকর হবে।
সার্বিক বিষয়ে জবির প্রক্টর অধ্যাপক ড. মুহম্মদ তাজাম্মুল হক কালের কণ্ঠকে বলেন, ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রকাশ নিয়ে ক্যাম্পাসে বিগত কয়েকদিন অস্থিতিশীতা সৃষ্টি হয়েছে। ক্যাম্পাস খুললে সংঘাত সৃষ্টি হতে পারে। যেকোনো ধরনের সংঘাত এড়াতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে পুলিশ ঢুকাতে পারি না।
ফলে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ