মা হয়ে তাঁর নায়িকা সত্তাটাই যেন চাপা পড়ে গিয়েছিল৷ অনেকদিন পর পর্দায় ফিরে নায়িকার সঙ্গে মাতৃসত্তাকেও মিলিয়ে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘জজবা’ ছবির ট্রেলর৷ সেখানে একজন উকিল হিসেবে দেখা গেল তাঁকে, তবে সেই উকিলের চরিত্রের ভিতর দিয়েই যেন ঝলক দেখা গেল মা ঐশ্বর্যর৷
সঞ্জয় গুপ্তার এ ছবিতে এক ক্রিমিনাল ল-ইয়ার হিসেবে দেখা যাবে ঐশ্বর্যকে৷ তবে তিনি আইনি লড়াই লড়ছেন তাঁর সন্তানের স্বার্থেই৷ ছবির ট্রেলরে দেখা যাচ্ছে, ফাঁসির সাজা পাওয়া কোনও এক বিশেষ অপরাধীকে মুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর কাঁধে৷ পরিবর্তে তাঁর একমাত্র সন্তানটিকে তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা৷ এইপরিস্থিতিতে এক মা যা করেন, তাই করেছেন এখানে ঐশ্বর্যর চরিত্রটি৷ ব্যক্তিগত জীবনে মা হওয়ার পর প্রথম ছবিতেই নায়িকার সঙ্গে একজন মায়ের অনুভূতি মিশে যাওয়া এ চরিত্রে আবার যেন নিজেকে নতুন করে প্রমাণ করতেন তিনি৷ অভিব্যক্তি, অভিনয়, সংলাপের যে ঝলক ট্রেলরে দেখা গেল, তাতে কেরিয়ারে এ ছবিকে যেন মাইলস্টোন করেই রাখতে চাইছেন তিনি৷
ছবিতে আছেন ইরফান খান৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিমার সংলাপে ট্রেলরেই তিনি খুশি করেছেন তাঁর ফ্যানদের৷ আছেন শাবানা আজমিও৷ ছবিমুক্তি ৯ অক্টোবর৷