৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জঙ্গি হামলায় নাইজেরিয়ায় মৃত ৩৮

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের হামলায় মৃত্যু হল কমপক্ষে ৩৮ জনের৷ এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানা গিয়েছে৷ বুধবার গভীর রাতে লামানা ও গুমাও গ্রামে হামলা চালায় জঙ্গিরা৷ হামলায় মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৪ জন মহিলা ও ১০টি শিশু রয়েছে৷ এদিনের হামলায় জখম হয়েছেন তিন জন৷ পাশাপাশি, জঙ্গিরা শতাধিক ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে বলেও প্রশাসনিক সূত্রে খবর৷

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন অংশে এখনও বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর দখলে রয়েছে৷ এর আগে গত এপ্রিলে ভয়াবহ জঙ্গি হামলায় নাইজেরিয়ায় মৃত্যু হয় ৭৪ জনের৷ এরপর, ফের বড়সড় হামলা চালাল জঙ্গিরা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ