জঙ্গি ও উগ্রবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য চান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে সারা দেশে কথা হচ্ছে। সারা বিশ্ব এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশে এ নিয়ে অপরাজনীতি হচ্ছে। তাই আমরা মনে করি, আজকে বড় প্রয়োজন হল সকল পক্ষ, সব রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের নিয়ে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা। আর এই উদ্যোগ সরকারকেই নিতে হবে।
দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি নেতাদের হয়রানি না করারও আহ্বান জানিয়ে বিএনপির এই ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে। দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সৃষ্ট জঙ্গিবাদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সময়েও এরকম সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন দেশের আলেম-উলামারা তাদের দায়িত্ব পালন করেছিলেন। সন্ত্রাস যে ইসলামের অংশ নয় এটা তারা পরিষ্কার করে বলেছিলেন।
এ সময় নয়া পল্টনে ছিলেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ।
