জঙ্গিহানায় মিশরে মৃত্যু হল কমপক্ষে ১০ সেনার৷জখম হয়েছেন বেশ কয়েকজন৷বুধবার সিনাই পেনিনসুলায় সেনাবাহিনীর উপর অতর্কিতে হামলা চালানো জঙ্গিরা৷
অন্যদিকে, রাজধানী কায়রোয় থানার সামানে বিস্ফোরণে মৃত্যু হল তিনজনের৷মঙ্গলবার খুন হন দেশের প্রসিকিউটর জেনারেল৷ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিরাপত্তাকর্মীদের নাকের ডগায় বিস্ফোরণ ঘটানো হল৷