৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছে সরকারঃঅর্থমন্ত্রী

সিলেট:  মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শাহী ঈদগাহে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রাক-খুতবা পর্যালোচনা’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন,জঙ্গিবাদ-সন্ত্রাস কোনো সভ্য ও ভদ্র সমাজের বিষয় হতে পারে না। এই সরকার সমাজ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সক্ষম হয়েছেন। montri2
অর্থমন্ত্রী ইমামদের উদ্দেশ্যে বলেন, মানুষের চরিত্র গঠন হয় জ্ঞানের আলো দিয়ে, হুমকি দিয়ে নয়। ন্যায়ের রাস্তায় থাকলে, সেটাই সমাজের এবং নিজেদের জন্য যথেষ্ট। 
তিনি বলেন, মানুষকে ধর্ম সম্পর্কে সচেতন করতে খতিব-ইমামদের ভূমিকা অপরিসীম। ইমামদের কথা শুধু মুসলমানরাই নয়, অন্যরাও শুনে।

ইমামদের বেতন বাড়ানো বিষয়ে তিনি বলেন, রাজস্ব আদায়ের মাত্রার ওপর ভিত্তি করে বেতন কাঠামো করেছি। তবে, প্রতি ৫ বছর পরপর বেতন বাড়াতে চাই না। ভবিষ্যতে মূল্যস্ফীতি বিবেচনা করে বেতন কাঠামোতে সামান্য পরিবর্তন আসতে পারে, অন্যথায় বাড়বে না। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। জেলা প্রশাসক জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান,, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ,ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ