২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছয় মাসে ১৩শ কৃষকের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্র প্রদেশে গত ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) ১৩শ কৃষক আত্মহত্যা করেছেন। হতাশ কৃষকদের আত্মহত্যার এই প্রবণতা গতবছরের চেয়ে বেশি। রাজ্যের রাজস্ব দপ্তরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পত্রিকাটি বলছে, চলতি বছরের গত ছয় মাসে মহারাষ্ট্রে আত্মহত্যা করেছে ১৩শ কৃষক। অথচ ২০১৪ সাল জুড়ে রাজ্যটিতে আত্মহত্যাকারী কৃষকদের সংখ্যা ছিল ১৯৮১ জন। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ১২৯৬ জন।

তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, রাজস্ব বিভাগে কৃষকদের আত্মহত্যার এই হার ৫৫ ভাগ বলে উল্লেখ করা হয়েছে। সরকারের দাবি কেবল ৫৫ ভাগ কৃষকই চাষবাস সংক্রান্ত হতাশা থেকে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কৃষকদের মোট হিসেব গণনায় আনলে এ সংখ্যা আরো বাড়বে।

মহারাষ্ট্র প্রদেশের ভিদারবা এলাকায় কৃষকদের আত্মহত্যার সংখ্যা সবচেয়ে বেশি। এ এলাকার ৬৭১টি কৃষক আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস এই অঞ্চল থেকেই ওঠে এসেছেন। নিজ রাজ্যের কৃষক আত্মহত্যা ওপর সোমবার পার্লামেন্টে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ