ফের পোশাক ‘ফতোয়া’র কোপ ব্রিটিশ মুলুকে৷ ‘ছোট’ স্কার্ট পরায় স্কুল থেকে ফেরত পাঠানো হল ১৫০ জনেরও বেশি ছাত্রীকে৷ ব্রিটেনের হার্টফোর্ডশায়ারের একটি স্কুলের ঘটনা৷ গ্রীষ্মের ছুটির পর স্কুল খোলার প্রথম দিনই ঘটল ঘটনাটি৷
এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে৷তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা৷তবে, প্রধানশিক্ষক জানিয়েছেন, স্কুলের পোশাকবিধি মেনে চলার জন্য গত বছর সেপ্টেম্বরেই এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ সতর্কও করা হয়েছিল পড়ুয়া ও তাদের অভিভাবকদের৷ তা না মানাতেই এই সিদ্ধান্ত৷ তবে, এই প্রথম নয়৷ এর আগেও ওরস্টারশায়ার কাউন্টির রেডিচ শহরের একটি স্কুলে ছোট স্কার্ট পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷
পোস্টটি যতজন পড়েছেন : ৩৩৪