২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছিনতাইয়ের শিকার ওম

ঢাকা এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন টালিগঞ্জের নায়ক ওম। নতুন সিনেমা ‘হিরো ৪২০’-এর প্রচার চালাতে এসেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার বলছে, যৌথ প্রযোজনার সিনেমা ‘হিরো ৪২০’-এর প্রচারের কাজে গত সপ্তাহে ঢাকায় আসেন ওম আর তখনই ঘটে এই ঘটনা।

৭ ফেব্রুয়ারি বাংলাদেশে সিনেমাটির অডিও প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল যৌথ প্রযোজনার সিনেমা ‘হিরো ৪২০’-এর পুরো দল, ছিলেন বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়াও।

আনন্দবাজারের দাবি, সেদিন কাওরানবাজারে এক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ওমের। কিন্তু ট্রাফিক জ্যামে অনেকক্ষণ আটকে থাকার কারণে শেষমেশ পায়ে হেঁটেই রওনা দেন সবাই। রাস্তা দিয়ে হাঁটার সময় দলের বাকি লোকদের থেকে একটু পিছিয়ে পড়েন ওম। ঠিক তখনই এক লোক উল্টা দিক থেকে তাকে ধাক্কা দেন। এরপর ওমের পকেট থেকে খোয়া যায় তার মানিব্যাগ। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেননি ওম। ওদিকে ‘হিরো ৪২০’ সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজের কর্ণধার আব্দুল আজিজ বলছেন, এ ব্যাপারে কিছুই জানেন না তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ