মাত্র তিন বছরে একজন সফল নায়ক হিসেবে নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। একক নায়ক হিসেবে মাত্র তিন বছরের ক্যারিয়ারে ১৬টি ছবি করেছেন। তার মুক্তি পাওয়া সবগুলো ছবি ব্যবসা সফল। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের প্রথম তিন বছরে তিনি ১৩টি জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন। যা আগে কেউ এই সংক্ষিপ্ত সময়ে এত ব্যবসা সফল ছবি করতে পারেনি।
এদিকে, আগামী ২১ আগস্ট ক্যারিয়ারের ১৭তম ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন বাপ্পী চৌধুরী। ‘লাভার নাম্বার ওয়ান’ শীর্ষক এই ছবিটি পরিচালনা করেছেন ফারুক ওমর। এতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন পরীমনি ও তানিয়া বৃষ্টি। এছাড়া আরো অভিনয় করেছেন সিবা সানু, মিশা সওদাগার, আলীরাজ, ডিজি সোহেল প্রমুখ। বাপ্পী চৌধুরী ২০১২ সালের অক্টোবরে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। ক্যারিয়ারের প্রথম ছবি ‘ভালোবাসার রং’ দিয়েই দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।
তার মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘অন্য রকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কী প্রেম দেখাইলা’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’ ইত্যাদি।