
নড়াইল সদর উপজেলার আর.বি.এফ.এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বাল্য বিয়ের চেষ্টার অপরাধে বর লাহু কাজী (১৯) ও তার পিতা আকবার কাজীকে ১৫দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা। সোমবার বিকেলে এ সাজা দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে তার নানাবাড়িতে এনে গোপনে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। বিষয়টি জানতে পেরে নড়াইল জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের কাছে বর ও তার পিতা দোষ স্বীকার করায় তাদের দুজনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং মেয়েকে আঠারো বছরের আগে বিয়ে দিতে পারবেন না মর্মে মেয়ের বাবার নিটক থেকে মুচলেকা নেওয়া হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, সমাজে অহরহ বাল্য বিয়ের ঘটনা ঘটে চলেছে। কিন্তু গোপনে বিয়ে হয়ে যাবার কারণে জানতে না পারায় বন্ধ করা সম্ভব হচ্ছে না। এজন্য শিক্ষক, অভিভবাকসহ সকলকে এগিয়ে আসতে হবে। তিনি মনে করেন এই বাল্য বিয়েটি বন্ধ ও সাজা দেওয়ার ঘটনায় ওই ছাত্রীর সহপাঠীসহ শিক্ষক ও এলাকাবাসীর মাঝে স্বস্তি এসেছে।