১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের মাথায় করে কৃষকের বাড়ী যাচ্ছে সোনার ফসল

ডেক্স রিপোর্ট: বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি দিনের পর দিন চরম পর্যায়ে এগুচ্ছে। বাংলাদেশও এর আওতাভুক্ত, যেখানে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা, সাথে মৃত্যুও।তারপরও কঠিন এই সময়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, সাংবাদিক এর পাশাপাশি মাঠে আছে ছাত্রলীগের কর্মীগণও।

দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিক সংকট থাকায় কৃষকের মাঠের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন বিভিন্ন জেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ফেনীর সোনাগাজী উপজেলার চর শাহভিকারী কেরামতিয়া বাজার এলাকায় ধান কাটতে মাঠে নামেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিবহন বন্ধ হওয়ায় দিনমজুরের সংকট দেখা দেওয়ায় মজুরি বেড়ে গেছে।যার ফলে কৃষক উৎপাদিত ধান ঘরে তুলতে পারছেনা। ধান পেকে গেছে অথচ অতিরিক্ত খরচ বহন করে মজুরি দেওয়ার সামর্থ্য নেই। ছাত্রলীগের ভূমিকায় আশ্বস্ত হচ্ছে কৃষক।

ফেনী জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা ধানকাটা কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের নেতা সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী এ বিষয়ে প্রত্যক্ষ নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সোনাগাজী উপজেলার কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদের নিশ্চয়তা দিয়েছি যতদিন আমাদের প্রয়োজন হবে ততদিন তারা আমাদের সহযোগিতা পাবেন।

ছাত্রলীগের ধানকাটা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাভেদ হায়দার জজ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

অন্যদিকে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় শুরু থেকে কাজ করে যাচ্ছে কুড়িগ্রাম জেলার ছাত্রলীগের একঝাঁক কর্মী।

জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি তৌফিকুল ইসলাম টুটুল এর নির্দেশনায় দরিদ্র এক কৃষকের ধান কেটে দিয়ে আরেকটি অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে টুটুল ও তার সহকর্মীরা। আজ জেলা সদরের বেলগাছা ইউনিয়নের হরিরাম এলাকায় মোঃ আব্দুল বাতেন নামের এক দরিদ্র কৃষকের ত্রিশ শতক জমির ধান কেটে দেয়  ছাত্রলীগের কর্মীরা।

তৌফিকুল ইসলাম টুটুল ছাড়াও ছাত্রলীগের অন্যান্য কর্মীগণ হলো- হারুনুর রশীদ হালিম, জাকিরুল ইসলাম, আল আমিন হোসেন, মোশাররফ হোসেন, ফারহান ও জুনায়েদসহ অনেকেই।

 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ