ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খালেদা জিয়া উপস্থিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন ও আব্দুল মান্নানসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানস্থলে এসে খালেদা জিয়া জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।
Posted by earthnews24 on Friday, January 1, 2016
পোস্টটি যতজন পড়েছেন : 146
























