একটি জাম গাছের শাখায় প্রথম ছবিতে কাকটি তার দু’বাচ্চাকে গতকাল ৬ এপ্রিল দুপুরে প্রবল বৃষ্টি ও বর্ষণের সময় তার পাখা দিয়ে আঁকড়ে রাখে দীর্ঘ দেড় ঘন্টা যাবত। পরে বৃষ্টি এবং বজ্রপাত থামার পর কাকটি একটু সরে বাচ্চা দুটিকে উন্মুক্ত করে দেয়ার সে দৃশ্য দ্বিতীয় ছবিতে।
প্রতিটি প্রাণীর মা হচ্ছে বাচ্চাদের শেষ আশ্রয়স্থল। মা নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও সন্তানদের রক্ষা করে।
এ ছবি দুটি তার জীবন্ত উদাহরণ।
এ দৃশ্যটি এড. শামসুল আলমের সহায়তায় প্রায় ৭০ ফুট উপর থেকে নিজ ক্যামরায় বন্দী করেছেন চন্দনাইশের মো: দেলোয়ার হোসেন।
পোস্টটি যতজন পড়েছেন : 279