ছবি আঁকছে চার বছরের ছাগল! আমেরিকার নিউ মেক্সিকোর আলবুকার্ক বোটানিক গার্ডেনের বাসিন্দা বোডি নামে ছাগশিশুকে গত কয়েক মাস ধরে যত্ন নিয়ে আঁকা শিখিয়েছেন সেখানকার সদস্য ক্রিস্টিন রাইট। রং-তুলির ব্যবহার বেশ ভালই শিখেছে বোডি। তার আঁকা ছবি নিউ মেক্সিকোর বায়োপার্ক সোসাইটিতে বিক্রির জন্য রাখা হয়েছে। এক একটি ছবি বিক্রি হয়েছে ৪০ মার্কিন ডলারে।বোডির এই বিস্ময়কর প্রতিভার জন্য তাকে ডাকা ভিনসেন্ট ভ্যান গখের অনুকরণে ডাকা হচ্ছে ‘ভিনসেন্ট ভ্যান গোট’ নামে। কেআরকিউকে-13 এক প্রতিবেদনে জানিয়েছে, মুখে রঙের ব্রাশ তুলে গত সপ্তাহের শেষে রিও গ্র্যান্ড হেরিটেজ ফার্মে নিজের শিল্পীসত্তার পরিচয় দিয়েছে বোডি।আলবুকার্ক জু-র ম্যানেজার লিন টুপা তো উচ্ছ্বসিত বোডিকে নিয়ে। তাঁর প্রতিক্রিয়া, একটা ছাগল মুখে তুলি, ব্রাশ নিয়ে ছবি আঁকছে এবং সেই ছবিতে তার প্রতিভার বিচ্ছুরণ ঘটছে-এ সত্যিই অভূতপূর্ব। বোডির ছবি আঁকা দেখতে হাজির হওয়া কৌতূহলী জনতার ভিড়ে ছিলেন লিন্ড সে। তিনি তো বলেই ফেললেন, বোডি একটা ভেড়ার ছবি আঁকতে পারলে কয়েক হাজার ডলার খসাতে রাজি আছি!