[english_date]

চ্যাম্পিয়ন হয়েই বিদায় নিলেন পেপ গার্দিওলা

চ্যাম্পিয়ন হয়েই বায়ার্ন মিউনিক থেকে বিদায় নিলেন পেপ গার্দিওলা।  টাইব্রেকারে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান কাপের শিরোপা জয় করেছে পেপ গার্দিওয়ালা বায়ার্ন মিউনিখ। জার্মান কাপের ফাইনালে টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে দেশটির সফলতম ক্লাবটি। ২০১৩ সালের জুনে বায়ার্নে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এই নিয়ে সপ্তম শিরোপা জিতলেন গার্দিওলা। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

২০১৩ সালের জুনে বায়ার্নে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এই নিয়ে সপ্তম শিরোপা জিতলেন গুয়ার্দিওলা।

বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে টাইব্রেকারে ডর্টমুন্ডের শিনজি কাগাওয়ার সফল শটের পর স্কোরলাইন ১-১ করেন আর্তুরো ভিদাল। এরপর ডর্টুমন্ডের মিডফিল্ডার সভেন বেন্ডারের শট ঠেকিয়ে দেন মানুয়েল নয়ার। আর নিজেদের দ্বিতীয় শটে রবের্ত লেভানদোভস্কি বল জালে পাঠালে এগিয়ে যায় বায়ার্ন।

ডর্টমুন্ডের তৃতীয় শট নিতে আসা গ্রিক ডিফেন্ডার সক্রেটিস বল বাইরে মারেন। তবে বায়ার্নের মিডফিল্ডার ইয়োসুয়া কিমিশের দুর্বল শট ঠেকিয়ে ডর্টমুন্ডের আশা বাঁচিয়ে রাখেন গোলরক্ষক রোমান বুরকি।পরের শটে ডর্টমুন্ডের পিয়েরে এমেরিক আউবামেয়াং লক্ষ্যভেদ করার পর বায়ার্নের টমাস মুলারও গোল করেন।ডর্টমুন্ডের মার্কো রয়েস সফল হলে স্কোরলাইন ৩-৩ হয়ে যায়। তবে শেষ শট নিতে আসা দগলাস কস্তা কোনো ভুল করেননি, লক্ষ্যভেদ করে দলের ঘরোয়া ‘ডাবল’ নিশ্চিত করেন। এতে শেষ হাসি হাসে বায়ার্ন মিউনিক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ