৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

পাবনার আতাইকুলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। শনিবার ভোর ৪টার দিকে সড়াডাঙ্গী কাজিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ভোরে একটি চোরের দল সড়াডাঙ্গী কাজিয়াপাড়া গ্রামে ঢুকে গরু চুরির চেষ্টা করে। এ সময় গ্রামবাসী বুঝতে তাদের ধাওয়া করে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে দুইজন নিহত ও একজন আহত হন। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এছাড়া গণপিটুনিতে যিনি আহত হয়েছেন তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছ। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ