চেলসি ও আর্সেনালের পথ ধরলো ম্যানচেস্টার ইউনাইটেডও। হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গারের দল ক্যাপিটাল ওয়ান কাপ থেকে ছিটকে পড়ার একদিন পর অঘটনের শিকার হলো আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ঘরের মাঠে মিডলসব্রুগের কাছে টাইব্রেকারে হেরে শেষ ষোল থেকে বিদায় নিল লুইস ফন গালের ইউনাইটেড।
ম্যানচেস্টারের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টাইব্রেকারে ওয়েইন রুনি, মাইকেল ক্যারিক ও অ্যাশলে ইয়ং গোল করতে ব্যর্থ হলে ৩-১ গোলে হেরে বিদায় নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
এদিন ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মিডলসবার্গকে আতিথিয়েতা জানায় ম্যানইউ। কিন্তু পুরো ম্যাচে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি ওয়েন রুনি-ডিপাইরা। উল্টো ম্যাচে ৯০ মিনিটে সফরকারীরা নিশ্চিত একটি সুযোগ থেকে বঞ্চিত হয়।
নির্ধারিত সময় গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু পুরো ম্যাচে বাজে খেলা রেড ডেভিলসরা পেনাল্টিতেও সেই ধারাবাহিকতা বজায় রাখে। নিজেদের চারটি শটের তিনটিতে ব্যর্থ হয় ম্যানইউ। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে রুনি-ডিপাইরা।