৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চেলসির প্লেমেকার ইডেন হ্যাজার্ডের আফসোস

চাইলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির মতো প্রকৃত স্কোরার হতে পারবেন না তিনি৷ এমনটাই বলছেন চেলসির প্লেমেকার ইডেন হ্যাজার্ড৷ গত মরশুমে ১৯টি গোল করে চেলসিকে প্রিমিয়র লিগ জেতানোর অন্যতম কারিগর ছিলেন হ্যাজার্ড৷ যার সুবাদে বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন তিনি৷ এই মরশুমে সেভাবে খেলতে পারছেন না সেটাও মেনে নিলেন বেলজিয়ামের বাসিন্দা৷

মেসি-রোনাল্ডোর প্রসঙ্গ টেনে হ্যাজার্ড বলছেন,‘ মাঝেমাঝে আমি ভাবি আচ্ছা, মেসি-রোনাল্ডোদের মতো এক মরশুমে ৫০-৬০টা গোল করে কী করব? আমি গোল করার চেষ্টা করি৷ কিন্তু আমি এটা উপলব্ধি করেছি যে, মেসি-রোনাল্ডোর মতো প্রকৃত স্কোরার হওয়ার ক্ষমতা আমার মধ্যে নেই৷ জানেন এক গোল করেই অনেক সময় বলি অনেক করে ফেলেছি৷ আসলে আমি রেকর্ডের কথা ভেবে মাঠে নামি না৷ মরশুমে ১৫-২০টা গোল করতে পারলেই আমি খুশি৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ