আর্থনিউজ২৪: রাজধানীর কাফরুল থানাধীন কচুক্ষেত এলাকায় চেকপোস্টে মিলিটারি পুলিশ ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় হামলাকারী দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার সহযোগিতায় দায়িত্বরত অন্য সদস্যরা তাকে আটক করে। হামলাকারীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আহত মিলিটারি পুলিশকে রাজধানীর সিএমএইচে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে র্যাব, পুলিশের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে গোয়েন্দা পুলিশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।পুরো এলাকাটি কর্ডন করে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চেকপোস্টে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশির সময় পেছন থেকে এক লোক হেটে এসে ঐ মিলিটারি পুলিশ সদস্যের ওপর অতর্কিত হামলা করে।
জানা গেছে, সকালে কচুক্ষেত চেকপোস্টে তল্লাশির জন্য একটি মোটরসাইকেল আটকায় দায়িত্বরত মিলিটারি পুলিশের সদস্যরা। এসময় কিছু বুঝে ওঠার আগেই এক লোক পেছন থেকে একটি ধারালো চাপাতি দিয়ে পিছন থেকে তাকে কোপাতে থাকে। হামলাকারীর এলাপাতাড়ি কোপে ওই সদস্য গুরুতর আহত হন। হামলাকারি চাপাতি দিয়ে তার হাত ও ঘাড়ে একাধিক আঘাত করে। প্রতিরোধের মুখে এক পর্যায়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।
পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া করে ধরে ফেলা হয়। হামলাকারি কাফরুলের একটি পাঁচতলা বাড়িতে গিয়ে আশ্রয় নেয়।প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত ঐ বাড়ির পাঁচতলা থেকে তাকে স্থানীয় জনতার সহযোগিতার আটক করা হয়।হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে রাজধানীর মিরপুরের গাবতলীতে সিনেমা হলের সামনে রাতে চেকপোস্টে অনুরূপ তল্লাশির সময় দুর্বৃত্তের হামলায় পুলিশ কর্মকর্তা এবং সম্প্রতি আশুলিয়ায় চেকপোস্টে দুর্বৃত্তের হামলায় শিল্পপুলিশের এক সদস্য নিহত হয়।
চেকপোস্টে পুলিশের ওপর ধফায় দফায় হামলা করা নিয়ে দেশজুড়ে যখন ব্যাপক আলোচনা চলছিল ঠিক তখনই আজ সকালে কচুক্ষেতে মিলিটারি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটলো।