কুমিল্লার চৌদ্দগ্রামে দশ বছর আগে টাকা চুরির অভিযোগে দুই সহোদরকে শ্বাসরোধে হত্যায় এক ব্যক্তির প্রাণদণ্ড দিয়েছে আদালত
দণ্ডিত শেখ ফরিদের বাড়ি জেলার নাঙ্গকোটে। উপজেলার বিজয়পুর গ্রামে রাজারমার দিঘির পাহারাদার।
বুধবার অতিরিক্ত দায়রা জজ বেগম নুর নাহার বেগম শিউ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামি ফরিদকে একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে ওই আদালতের অতিরিক্ত পিপি রাজ্জাকুল ইসলাম খসরু জানিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ১০০ টাকা চুরির অভিযোগে ২০০৮ সালে চৌদ্দগ্রামের রাজারমার দিঘি পাড়ের জঙ্গলে দুই সহোদয় জাকির (১০) ও করিমকে (১২) শ্বাসরোধে হত্যা করে। এ নিয়ে শিশুদের বাবা সেরু মিয়া থানায় শেখ ফরিদের বিরুদ্ধে একটি মামলা করে।