বিরাট কহলি,নিজেকে ছাড়িয়ে যাচ্ছে দিনে দিনে। এদিকে গত ১৪ মে ‘গুজরাত লায়ন্স’কে হারিয়ে আরসিবির জয় একসঙ্গে সেলিব্রেট করলেন বিরাট-অনুষ্কা। এমনিতেই কিছুদিন ধরে বেশ ‘অফ-অন’ রিলেশনশিপ এনজয় করছেন এই দুই লভ-বার্ড। জমাটি প্রেমের পর বিচ্ছেদ, তারপর আবার জমে গেল ! টুকটাক পার্টি, কিন্তু মুখে একটি বাক্য নেয়।
‘রহস্যময়’ সম্পর্কে বেশ দিন কাটাচ্ছেন বিরুষ্কা।
কিন্তু একসঙ্গে পার্টি করলেন তাঁরা। একটি জাপানি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করে হাসিমুখে ক্যামেরার সামনে পোজও দিলেন দু’জনে।তাহলে অঙ্কটা কি! অপেক্ষায় থাকুন, উত্তর পাবেন।
পোস্টটি যতজন পড়েছেন : 149